ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, জিম্মি ২৩ নাবিক

২০২৪ মার্চ ১২ ১৯:০৯:৩০
জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ, জিম্মি ২৩ নাবিক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এম ভি আবদুল্লাহ’ জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজটিতে ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন, তারা সবাই জিম্মির কবলে পড়েছেন বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ।

মালিকপক্ষ জানায়, মঙ্গলবার (মার্চ ১২) দুপুর ১টার দিকে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ে। জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল।

এ বিষয়ে কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জাহাজটি ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের ২৩ জন নাবিক নিরাপদে আছেন জানালেও তাদের সঙ্গে যোগাযোগ হয়নি বলে স্বীকার করেন তিনি।

‘এম ভি আবদুল্লাহ’ নামের এ জাহাজটি আগে ‘গোল্ডেন হক’ নামে পরিচিত ছিল। ২০১৬ সালে তৈরি ১৯০ মিটার লম্বা এই জাহাজটি গত বছর কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হয়। এরপর সাধারণ পণ্য পরিবহন করে আসছিল জাহাজটি।

শেয়ারনিউজ, ১২ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে