ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কুয়েতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন কমিটি

২০২৪ মার্চ ১২ ১৯:০০:০৩
কুয়েতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নতুন কমিটি

প্রবাস ডেস্ক :মধ্যপ্রাচ্যের কুয়েত বিশ্বের অন্যতম ধনী দেশ। দেশটির বিভিন্ন পণ্যের চাহিদা মেটাতে বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করতে হয় অন্য দেশের ওপর। বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানিসহ ব্যবসায় অন্যদের পাশাপাশি এগিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশি পণ্য কুয়েতে আমদানি করার পাশাপাশি তাদের অনেকে চীন, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পণ্য আমদানি করে থাকেন। আবার তাদের অনেকে স্থানীয় মার্কেটেও গড়ে তুলেছেন নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান।

কুয়েতের নাগরিকদের সঙ্গে পার্টনারে লাইসেন্স নিয়ে ব্যবসা করে দুর্বার গতিতে এগিয়ে চলছেন বাংলাদেশিরা। তারা ২০১৬ সালে বাংলাদেশ দূতাবাসের অনুমোদন নিয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বিবিসি কুয়েত নামে একটি সংগঠন গঠন করেন।

বিভিন্ন কারণে মাঝে সংগঠন নিষ্ক্রিয় ছিল। শনিবার (৯ মার্চ) রাতে সালমিয়ায় একটি হোটেলে প্রায় দুইশ ব্যবসায়ী মিলিত হন।

সেখানে সোয়েব আহমেদ, আবদুল কাদের মোল্লা, প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ, বেলায়েত হোসেন, মো. বেলালসহ ১১ সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে সবার সম্মতিতে জুরি বোর্ডের প্রধান জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নতুন নেতৃত্ব ঘোষণা করেন।

এই সময় লুৎফর রহমান মুখাই আলীকে সংগঠনের সভাপতি ও মোহাম্মদ এমদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনের নেতারা কুয়েতের সম্ভাবনাময় বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ ও প্রবাসী ব্যবসায়ীদের মান উন্নয়নে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বিবিসি কুয়েত কাজ করবে বলে জানান।

শেয়ারনিউজ, ১২ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে