ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচক উঠাতে চেয়েছে ৫ কোম্পানির শেয়ার

২০২৪ মার্চ ১২ ১৫:২১:৩৮
সূচক উঠাতে চেয়েছে ৫ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (১২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৫১ পয়েন্ট। এমন পতনের দিনেও সূচক ওঠাতে চেয়েছে ৫ কোম্পানির শেয়ার। লংকাবাংলা ফাইন্যান্স এনালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি। এদিন কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার কারণে সূচকের পতন কমেছে ৪ পয়েন্টের বেশি।

ডিএসইর সূচক উঠানোর চেষ্টায় আজ প্রথম স্থানে ছিল স্কয়ার ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক উঠানোর চেষ্টায় কোম্পানিটির ভুমিকা ছিল ১.০৯ পয়েন্ট।

এদিন ডিএসইর সূচক উঠানোর চেষ্টায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার দর আজ বেড়েছে ১৫ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক উঠানোর চেষ্টায় কোম্পানিটির ভুমিকা ছিল ০.৯১ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন থামাতে চাওয়া কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর বেড়েছে ০.৮৮ পয়েন্ট, প্রাইম ব্যাংকের ০.৬২ পয়েন্ট এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির ০.৫৪ পয়েন্ট।

শেয়ারনিউজ ১২ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে