ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনের মধ্যেও বাজার ঘুরে দাঁড়ানোর আভাস

২০২৪ মার্চ ১১ ১৫:১০:৩৪
পতনের মধ্যেও বাজার ঘুরে দাঁড়ানোর আভাস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে ধারাবাহিক পতন চলছে। গত ১২ ফেব্রুয়ারি শেয়ারবাজারের সূচক ছিল ৬ হাজার ৩৪৪ পয়েন্ট। তারপর থেকে ধারাবহিক পতনে আজ সোমবার (১০ মার্চ) শেয়ারবাজারের সূচক নেমে এসেছে ৬ হাজার ৫৮ পয়েন্টে। আজও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে প্রায় ১৭ পয়েন্ট।

তবে আজকের উপর্যুপরি পতনের মধ্যেও শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর আভাস দেখা গেছে। কারণ আজ পতনের দিনেও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। পাশাপাশি আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে দেড় গুণের বেশি।

আগের দিন ডিএসই-তে সূচক কমেছিল ৩৭ পয়েন্ট। লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ২৫ লাখ টাকা। আর দর বেড়েছিল ৮৪টির, কমেছিল ২৬১টির। বিপরীতে আজ লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ১৪ লাখ টাকা। আজ দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ সূচকের পতন হলেও লেনদেন ও দাম বৃদ্ধির প্রবণতা ছিল ইতিবাচক। যে কারণে আগামীকাল থেকে বাজার ইতিবাচক থাকবে, এটা সহজে অনুধাবন করা যায়।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ সোমবার (১১ মার্চ) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ২.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৭৫৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ২৫ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৫১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৩৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৫৪টির, কমেছিল ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১১ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে