ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

ভালো ডিভিডেন্ড-মুনাফার খবরেও শেয়ারের বড় পতন

২০২৪ মার্চ ১০ ১৮:১২:৫২
ভালো ডিভিডেন্ড-মুনাফার খবরেও শেয়ারের বড় পতন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য বড় ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির মুনাফাও বড় আকারে বেড়েছে। কিন্তু ডিভিডেন্ড ও মুনাফার বড় খবরেও কোম্পানিটির শেয়ারদর আজ বড় পরিমাণে কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ (১০ মার্চ) কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণার খবর জানিয়েছে। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ৩০০ শতাংশ (২৪০ ক্যাশ ও ৪০ শতাংশ বোনাস) ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়র প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ টাকা ৮৯ পয়সা। যা আগের বছর ছিল ৩৭ টাকা ৯০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২২ টাকা ২১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৭ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৮ টাকা ৮২ পয়সা।

ডিভিডেন্ড, ইপিএস, সম্পদ মূল্য ও ক্যাশ ফ্লোর এতো ভালো খবরেও কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬৬ টাকা ৮০ পয়সা বা ৭.৫২ শতাংশ।

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং প্রাইস ছিল ২ হাজার ২১৯ টাকা। আজ রোববার দিনশেষে ক্লোজিং প্রাইস হয়েছে ২ হাজার ৫২ টাকা ২০ পয়সা।

শেয়ারনিউজ, ১০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে