ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

পাঁচ বছর পর লেনদেনে ফিরেই পিপলস লিজিংয়ের চমক

২০২৪ মার্চ ১০ ১৫:২৫:৫১
পাঁচ বছর পর লেনদেনে ফিরেই পিপলস লিজিংয়ের চমক

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৫ বছর যাবত লেনদেন বন্ধ ছিল শেয়ারবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। আজ রোববার (১০ মার্চ) লেনদেনে ফিরেই কোম্পানিটি চমক দেখিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের শুরুতেই সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে ক্রেতাশুন্য হয়ে যায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছিল ৩ টাকায়। আজ ১০ শতাংশ দাম বৃদ্ধি নিয়ে সর্বোচ্চ দামে অর্থাৎ ৩ টাকা ৩০ পয়সায় লেনদেন শুরু করেছে। একই দামে আজ কোম্পানির ১ লাখ ১৩ হাজার ৭৪৫টি শেয়ার লেনদেন হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৭ মার্চ) ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় ১০ মার্চ থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে কোম্পানির শেয়ারের লেনদেন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এই কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছিল ডিএসই।

শেয়ারনিউজ, ১০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে