ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

চিনির দাম বৃদ্ধির ব্যপারে ক্ষমা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

২০২৪ মার্চ ০৭ ২১:০১:২২
চিনির দাম বৃদ্ধির ব্যপারে ক্ষমা চাইলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে চিনির কারখানায় আগুন লাগার পর গতকাল বুধবার প্রতি কেজি চিনির দাম ৩০ বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামি টিটু। তিনি বলেন, ‘এটা আমাদের নিজস্ব একটি ত্রুটি হয়েছে।’

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজারের পাশে পলিটেকনিক মাঠে তিনি এ কথা বলেন।

এসময় তিনি রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

দেশে চিনির পর্যাপ্ত মজুত আছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, চিনির দাম এক টাকাও বাড়বে না।

মিল মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকগুলো পেপারে (সংবাদপত্র) আমি দেখেছি, দু’এক জায়গায় বাজারে কেউ (দাম) বাড়ানোর চেষ্টা করছে, কেউ যেন এ ধরনের অসাধু চেষ্টা না করে। মিল গেটের রেট এক টাকাও বাড়বে না রমজানের আগে।’

দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে উৎপাদনকারীদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কখনোই চাই না যে, পুলিশি নজরদারি করে বা ইনস্পেকশন।

তিনি আরো বলেন, বাজার যদি নিজের গতিতে চলে এবং প্রতিযোগিতা যদি ঠিক মতো থাকে, তাহলে বাজারে ন্যায্য মূল্যে জিনিস পাওয়া যাবে। আমরা সেই চেষ্টাই করছি।’

শেয়ারনিউজ, ০৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে