ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

ভিসা নিয়ে বিরাট সুখবর দিল সৌদি সরকার

২০২৪ মার্চ ০৬ ১৯:১২:৩৪
ভিসা নিয়ে বিরাট সুখবর দিল সৌদি সরকার

প্রবাস ডেস্ক : সৌদি আরব বিদেশী শিক্ষার্থী ও গবেষকদের আকৃষ্ট করতে নতুন শিক্ষা ভিসা কার্যক্রম চালু করেছে। এর আওতায় সৌদি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুবিধার্থে তৈরি করা হয়েছে কমন প্লাটফর্ম।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সৌদি আরবের রিয়াদে এক সম্মেলনে শিক্ষামন্ত্রী ইউসুফ আল বেনিয়ান নতুন ভিসা কর্মসূচির ঘোষণা দেন। এটি শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের কর্মসূচি।

'স্টাডি ইন সৌদি আরব' নামের এই প্ল্যাটফর্মের মাধ্যমে অত্যাধুনিক শিক্ষামূলক পরিবেশে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পাওয়া যাবে।

স্বল্পমেয়াদি শিক্ষা ভিসার মেয়াদ এক বছর এবং দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ এক বছরের বেশি সময়ের জন্য হবে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, ১৬০ দেশ থেকে উচ্চতর স্তরে ছেলে-মেয়ে শিক্ষার্থী শিক্ষক, গবেষক ও একাডেমিকদের জন্য থাকবে। এর মাধ্যমে ৯ ভাষায় ডাটা নিবন্ধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি সহজ করা হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব ভিসাধারীদের জন্য থাকছে না উকিল বা স্পন্সরের আবশ্যিকতা। সৌদি শিক্ষাপ্রতিষ্ঠানের মান আন্তর্জাতিক পর্যায়ের করতে এবং মধ্যপন্থা প্রসারের পাশাপাশি আরবি ভাষা শিক্ষাদানের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।

সৌদি শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, কেবল বিদেশি শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়ানো নয় বরং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেয়া সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে সৌদি আরবের মর্যাদাকে বাড়িয়ে তুলবে।

শেয়ারনিউজ, ০৬ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে