ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সেই দুই শেয়ারই বড় উত্থানের মহানায়ক

২০২৪ মার্চ ০৬ ১৬:২৮:০৯
সেই দুই শেয়ারই বড় উত্থানের মহানায়ক

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস থেকে ফিরেই চলতি সপ্তাহের শুরুতে দুই বহুজাতিক কোম্পানি গোটা শেয়ারবাজার বেসামাল করে তুলেছিল। এই দুই কোম্পানির একক তান্ডবে গত তিন কর্মদিবসে শেয়ারবাজারের সূচক খোয়া গেছে ৭৭ পয়েন্ট।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ফ্লোর প্রাইস থেকে ফেরে গ্রামীণফোন। কোম্পানিটির প্রথম দিনের তান্ডবেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক উধাও হয়ে যায় ২৪ পয়েন্ট।

পরের দিন সোমবার গ্রামীণফোনের সঙ্গে জুটি বাঁধে বৃটিশ অ্যামেরিকান কোম্পানি- বিএটিবিসি। ওইদিন বিএটিবিসি ফ্লোর থেকে ফিরে আরও বড় ঝড় তোলে। এদিন বিএটিবিসি একাই ডিএসইর সূচক ২১ পয়েন্ট হাওয়া করে দেয়।

তৃতীয় কর্মদিবস মঙ্গলবার গ্রামীণফোন ও বিএটিবিসি যুগপৎভাবে সূচকের পতনে যোগ দেয়। এদিন এই দুই কোম্পানির ঝড়ে ডিএসইর সূচক গায়েব হয়ে যায় আরও ২৯ পয়েন্ট।

অর্থাৎ তিন কর্মদিবসে বড় শীর্ষ মূলধনী গ্রামীণফোন ও বিএটিবিসি শেয়ারবাজারের সূচক গায়েব করে দিয়েছে ৭৭ পয়েন্ট।

তবে আজ দুই কোম্পানি শেয়ারবাজার উত্থানের মহানায়কের ভূমিকায় অবতীর্ণ হয়। আজ ডিএসইর সূচক বেড়েছে প্রায় ৩৫ পয়েন্ট। এর মধ্যে বিএটিবিসি একাই যোগ করেছে সাড়ে ১৯ পয়েন্ট। সাথে যুক্ত হয়েছে গ্রামীণফোন। কোম্পানিটি ডিএসইর সূচকে যোগ করেছে আরও আড়াই পয়েন্ট। অর্থাৎ বহুজাতিক এই দুই কোম্পানির ইতিবাচক ভূমিকায় আজ ডিএসইর সূচক উঠেছে ২২ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার ইতিবাচক রাখার ক্ষেত্রে এই দুই কোম্পানির ইতিবাচক ভূমিকা আরও দেখা যেতে পারে। বড় কথা হলো, কোম্পানি দুটির লেনদেনে গতি ফিরছে। যা বাজারের জন্য অবশ্যই আশার বিষয়। গত তিন কর্মদিবসেই গ্রামীণফোন ও বিএটিবিসি ঘুরেফিরে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় অবস্থান নিয়েছে।

এদিকে, আজ থেকে কোম্পানি দুটির শেয়ারের দামেও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।

শেয়ারনিউজ, ০৬ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে