ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতালিতে এক বছর বেকার থেকে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

২০২৪ মার্চ ০৫ ১৯:২৭:১৩
ইতালিতে এক বছর বেকার থেকে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

প্রবাস ডেস্ক : ইতালিতে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছে। পরিবারের সচ্ছলতা আনতে কাজের সন্ধানে ইতালিতে আসেন এই যুবক। কিন্তু অবৈধভাবে ইতালিতে আসায় প্রায় এক বছর বেকার ছিলেন। এ অবস্থায় স্থানীয় পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দেশটির রাজধানী রোমের অস্ট্রিয়া এলাকার একটি পার্কে বক্করের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এসময় স্থানীয় বাংলাদেশিরা মরদেহের পরিচয় শনাক্ত করে বাংলাদেশে থাকা নিহতের স্বজনদের জানায়।

জানা যায়, মোহাম্মদ আবু বক্কর (৩২) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গা ইউনিয়নের সদাবরি গ্রামে ঈদগাহ পাড়ার সওদাগর মন্ডলের ছেলে। প্রাথমিকভাবে এটিকে ‘হতাশাজনিত আত্মহত্যা’ বলে ধারণা করা হলেও রহস্য উদঘাটনে তদন্ত করছে স্থানীয় প্রশাসন।

প্রায় ৭ বছর ইউরোপের দেশ গ্রিসে অবৈধ অবস্থায় ছিলেন তিনি। সেখান থেকে গত বছর বসনিয়া ও হার্জেগোভিনা হয়ে অবৈধপথে ইতালিতে পাড়ি জমান। কিন্তু দীর্ঘদিন যাবত বৈধ কাগজ না থাকা এবং কাজ না পাওয়ার হতাশায় ভুগছিলেন তিনি।

বর্তমানে আবু বক্করের লাশ স্থানীয় পলিটেকনিক হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ারনিউজ, ০৫ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে