ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে এস আলম কারখানার আগুন

২০২৪ মার্চ ০৪ ২১:৩৭:৫৬
নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে এস আলম কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ রূপ নিয়েছে চট্টগ্রামের এস আলম চিনির কারখানার আগুন। আজ বিকেল পৌনে ৪টার দিকে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

কারখানার কর্মকর্তারা জানান, আগুনে আমদানিকৃত এক লাখ টন চিনি তৈরির কাঁচামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কারখানার ভেতর একটি ভবনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে আগুনে কয়েকজন আহত হয়েছে বলেও জানান তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, আজ বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন মিলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

তিনি আরো জানান, সংবাদটি পাওয়ার পর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ারবাজার, ০৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে