ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আমিরাতে ৪ ক্যাটাগরিতে প্রবাসীদের কাজের সুযোগ

২০২৪ মার্চ ০২ ১৪:৫৯:৫৯
আমিরাতে ৪ ক্যাটাগরিতে প্রবাসীদের কাজের সুযোগ

প্রবাস ডেস্ক : চার ক্যাটাগরিতে প্রবাসী শ্রমিক নিয়োগ দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ আমিরাত। যার মধ্যে গ্রিন ভিসার আওতায় যারা যাবেন তাদের সর্বনিম্ন মাসিক বেতন হবে ১৫,০০০ দিরহাম, বাংলাদেশি টাকায় প্রায় ৪ লাখ ৪৫ হাজার টাকা।

ইউএই গ্রিন ভিসা স্কিমের অধীনে রেসিডেন্সি পারমিটগুলি অত্যন্ত দক্ষ প্রবাসী, বিনিয়োগকারী, উদ্যোক্তা, শীর্ষ অর্জনকারী ছাত্র এবং স্নাতকদের কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হয়ে স্বাধীনভাবে আমিরাতে বসবাস করতে দেয়।

এটি মূলত মেধাবী প্রবাসীদের আনার জন্য দেশটির সরকারের নেওয়া একটি ব্যতিক্রমী উদ্যোগ।

এদিকে, ফ্রিল্যান্সার নিজস্ব উদ্যোগী ব্যক্তি এই ক্যাটাগরির আওতায় আবেদন করতে পারবেন। এই ভিসার আওতায় যারা যাবেন তাদের সর্বনিম্ন মাসিক বেতন ধরা হয়েছে ১৫ হাজার ইউএই দিরহাম, বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় কমপক্ষে ৪ লাখ ৪৫ হাজার টাকা।

এখন আমিরাতে প্রবাসী কর্মী হিসেবে কাজ করতে চাইলে ডমেস্টিক ওয়ার্কার ভিসার আওতায় আবেদন করতে পারেন। দেশটিতে গৃহকর্মীরা সাধারণত তাদের নিয়োগকর্তাদের বিশেষ স্পনসরের মাধ্যমে এসে থাকেন।

এই ভিসার নীতিমালাগুলোর লক্ষ্য হচ্ছে গৃহকর্মীদের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করা।

শেয়ারনিউজ, ০২ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে