ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-মেয়ে নিহত

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১১:০২:১৫
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-মেয়ে নিহত

প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী ও তার মেয়ে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাত ৩টার দিকে ওয়ারেন সিটির রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী সিলেটের আম্বরখানা বড়বাজার এলাকার বাসিন্দা আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলী সাজু (৫৫) ও তার মেয়ে মমো জাহাঙ্গীর।

তিনি মহানগরের পৌরবিপণি মার্কেটের ‘কাঁচ ঘর’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। এ ঘটনায় নিহতের ছেলে তামিম আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

‘কাঁচ ঘর’- এর ম্যানেজার অর্জুন ঢালি বলেন, ‘বছর তিনেক আগে সাজু পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নাগরিকত্ব পেয়ে মিশিগানে বসবাস করতেন তিনি। এদিন একটি কাজের জন্য ছেলে ও মেয়েকে নিয়ে বের হন জাহাঙ্গীর আলী। রাত ৩টার দিকে মিশিগানের ওয়ারেন সিটির ১০ মাইল রোডে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

তিনি বলেন, ঘটনাস্থলেই সাজু ও হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে মারা যান। আহত ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। লাশ দুটি দেশে নিয়ে আসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

শেয়ারনিউজ, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে