ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

মুশতাক-তিশার বিয়ের পেছনের কাহিনি কী?

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৮:০০:০৬
মুশতাক-তিশার বিয়ের পেছনের কাহিনি কী?

নিজস্ব প্রতিবেদক : মুশতাক-তিশার বিয়ে ও বইমেলায় তাদের দুটি বই নিয়ে সোস্যাল মিডিয়ায় চলছে আলোচনার ঝড়। এদিকে ৬০ বছর বয়সী খন্দকার মুশতাক আহমেদের সঙ্গে ১৯ বছরের তরুণীর তিশার বিয়ে মেনে নিতে পারেনি তিশার পরিবার। ধর্ষণ ও জোর করে বিয়ের অভিযোগে মামলা করা হলেও জামিন পান মুশতাক।

তবে হার স্বীকার করেনি তিশার পরিবার। শনিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা করেন তিশার বাবার কর্মস্থল দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিকরা।

এ সময় মুশতাক আহমেদের বিরুদ্ধে তিশাকে জিম্মি করে রাখার অভিযোগ তুলে সাইফুল ইসলাম বলেন, মুশতাক আহমেদের কাছে বিয়ে করা ও ডিভোর্স দেয়া ছেলে খেলার মতো। এর আগের কোনো স্ত্রী তার সঙ্গে এক সপ্তাহের বেশি সংসার করতে পারেনি। তবে তিশাকে সে ছাড়লে অনেক বড় ক্ষতির মুখে পড়বে, এরজন্যই ছাড়ছে না।

তিনি দাবি করেন, তিশা তার মাকে ফোন করে বলেছে মুশতাকের কাছে তার কিছু ছবি ও ভিডিও রয়েছে। সে সব উদ্ধার হলেই সে বাবা-মায়ের কাছে ফিরে আসবে।

তবে তিশার বাবার সব অভিযোগ অস্বীকার করেছেন মুশতাক। বলেছেন, শুরু থেকেই মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছেন তিশার বাবা। নিজের ইচ্ছাতেই তিশা তার সঙ্গে আছেন বলে দাবি মুশতাকের। শেয়ারনিউজ ২৫ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে