ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

১৯১ পয়েন্ট পতনের পর ১৮ পয়েন্ট উদ্ধার

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৫:০৩:৫৭
১৯১ পয়েন্ট পতনের পর ১৮ পয়েন্ট উদ্ধার

নিজস্ব প্রতিবেদন : গত ১১ ফেব্রুয়ারি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। তারপর টানা ৭ কর্মদিবসের পতনে ১৯১ পয়েন্ট হারিয়ে মঙ্গলবার ডিএসইর সূচক কমে দাঁড়ায় ৬ হাজার ২৫৬ পয়েন্টে। আজ সপ্তাহের শেষ কর্মদিবস মঙ্গলবার ডিএসইর সূচক প্রায় ১৮ পয়েন্ট বেড়ে বাজার ঊর্ধ্বমুখী প্রবনতায় ফিরতে শুরু করেছে।

এদিকে, গত মঙ্গলবার দিনশেষে শেয়ারনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক তারল্য সহায়তা আবারও বাড়িয়েছে। এর প্রেক্ষিতে বাজার সংশ্লিষ্টরা বলছিলেন, শেয়ারবাজারে এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, আজ বৃহস্পতিবার থেকেই বাজার হয়তো ঘুরে দাঁড়াবে। তাঁদের প্রত্যাশাকে সন্মান দিয়ে বাজার আজ ঘুরে দাঁড়িয়েছে। যদিও ৭ কর্মদিবসে ১৯১ পয়েন্ট খোয়া যাওয়ার পর আজ সূচক উদ্ধার হয়েছে মাত্র ১৮ পয়েন্ট। সূচক উদ্ধারের বাকি আরও ১৭৩ পয়েন্ট।

তারল্য সহায়তা বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, প্রভাব পড়তে পারে শেয়ারবাজারে

বৃহস্পতিবারে বাজার পর্যালোচনা

আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ৬ হাজার ২৭৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৮৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৬৪ কোটি ৬৪ লাখ টাকার।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৯২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৩ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১০২টির, কমেছিল ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩২টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ২২ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে