ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের ‘বসন্ত উৎসব’

২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১০:২৫:৩৩
ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের ‘বসন্ত উৎসব’

প্রবাস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে সিডনীর মাউন্ট আনান বোটানিক্যাল গার্ডেনে রোববার ১৮ই ফেব্রুয়ারী বসন্ত বরণ “ফাল্গুনে আমরা’ উদযাপিত হয়েছে।

কোন প্রকার বিজ্ঞাপন, নিউজ, কিংবা সোশ্যাল মিডিয়া পোষ্ট ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রানের উচ্ছ্বাস ও মনের গহীনে থাকা তৃষ্ণা থেকে মিলিত হয়েছিলো এই ফাল্গুনী শুভেচ্ছার আয়োজনে।

প্রানের ক্যাম্পাস ও ঐতিহ্যগত ভাবে পালিত হয়ে আসা বসন্ত বরণের আকুতি থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ক্যাম্পাসের স্মৃতি বিজড়িত ধারাবাহিকতা রাখার একটি ছোট্ট প্রয়াস ছিলো এই আয়োজনটি।

হলুদ, সবুজ আর বাহারি রঙের পোশাকে ঢাবির প্রাক্তন রত্নদের সমাগমে মাউন্ট আনানের সবুজ প্রান্তর হয়ে উঠেছিলো যেনো এক ঝাঁক বর্ণালী প্রজাপতির সমারোহ।

সেখানে ছিলো আবহমান বাংলার খাবার যেমন নানারকম পিঠা, মিষ্টি, পিয়াজু, ডাল পুরী, সিঙ্গারা, চটপটি, ঝালমুড়ি, সহ নানা রকম ফলমূল। ছিলো বসন্তের রকমারি সাজ আর ফাল্গুনী ডেকোরেশনে হলুদিয়া আবেশ।

দেশীয় গানের সুরে উপস্থিত সকলের মনে ছিলো বাধ ভাঙ্গা আবেগের কলতান। হাতপাখা, মাটির তৈরি নানা তৈজসপত্র আর ছোট ছোট ব্যানারে ছিলো ফাল্গুনের কথকথা।

মাখামুড়ি, মুড়ির ছোলা, পেয়াজু ঝালমুড়ি, পিঠা পায়েশ, নানারকম ফল, চা, মালাই চা, নান খাতাই, মুড়লী, বাতাসা সন্দেশ, হালুয়া, সিংগাড়, সামুচা, পাস্তা নানা রকমারী দেশীয় উপকরনে সয়লাব ছিল ফাল্গুনী বিকেলটি।

এর পাশাপাশি ছিলো গান, কবিতা, স্মৃতিকথা, রম্যকথা আর বন্ধুদের গল্প-আড্ডা সহ অন্যদের সাথে পারস্পারিক পরিচিতির এক মধুর সময়। অনেকদিন ধরে এমন প্রানখোলা কথোপকথনের জন্য ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের প্রানের আকুতি ছিলো মনের নিবৃত কোনে।

উল্লেখ্য, এই ফাল্গুনী বিকেলটি সীমাবদ্ধ ছিলো শুধুমাত্র ক্যাম্পাসে ক্লাস করা প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের অংশগ্রহণে। কোন সংগঠনের মোড়ক ছাড়া আয়োজনটি ছিলো স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের এক অনিন্দ্য ফাল্গুনী সমাবেশ।

শেয়ারনিউজ, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে