ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদিতে মাটিচাপায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৯:৪৬:১৬
সৌদিতে মাটিচাপায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি

প্রবাস ডেস্ক : সৌদি আরবে বহুতল ভবন নির্মাণের জন্য পাহাড় কেটে কাজ করার সময় মাটি চাপা পড়ে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি শ্রমিক।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দেশটির রাজধানী রিয়াদে বলিবার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে নাছির উদ্দিন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।

নিহত নাছির উদ্দিনের বাবা ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দিন জানান, রিয়াদের ওই সাইটে পাহাড় কাটার কাজ করতে গিয়ে হঠাৎ মাটি ধসে পড়লে তার নিচে চাপা পড়েন নাছির উদ্দীন ও তেরা মিয়া।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন বলেও জানা গেছে।

আহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইরগাঁও গ্রামের রাজিব মিয়া।

শেয়ারনিউজ, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে