ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্ক সিটিতে ছিনতাইয়ের অভিযোগে ৭ অভিবাসী গ্রেফতার

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:২২:১১
নিউইয়র্ক সিটিতে ছিনতাইয়ের অভিযোগে ৭ অভিবাসী গ্রেফতার

প্রবাস ডেস্ক : নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রঙ্কসে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে সাত অভিবাসীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা শহরজুড়ে সেলফোন চুরিতে জড়িত একটি গ্রুপের সদস্য। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। অপরাধীরা সেলফোন চুরি করে মানুষের ব্যাংকিং অ্যাপসগুলো হ্যাক করে থাকে।

এ ঘটনার তদন্ত শুরু করে এবং শহরের মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে পুলিশ অফিসাররা সোমবার ভোরে টু সেভেন নাইন জিরো ব্রঙ্কস পার্ক ইস্টের অ্যালারটন সেকশনে প্রধান অভিযুক্ত ভিক্টর পাররার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

আরও তিন সন্দেহভাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে পুলিশ। পাররাসহ অপরাধের সঙ্গে জড়িত অনেকে ধরাছোঁয়ার বাইরে রয়েছে যাদের অনেকেই অভিবাসী।

পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্টটি অপরাধীদের গোডাউন হিসেবে ব্যবহার হতো।

অভিযান প্রসঙ্গে অ্যাডামস বলেছেন, ‘অল্প কিছু লোকের আইন ভঙ্গের কারণে শহরের নিরাপত্তার ওপর ব্যাপক প্রভাব পড়েছে। যার কারণে আমরা তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে বাধ্য হয়েছি।’

শেয়ারনিউজ, ১৬ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে