ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মোটরযান বীমা সংশোধন করে সংসদে উঠছে সড়ক পরিবহন আইন

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ০০:০৭:২৬
মোটরযান বীমা সংশোধন করে সংসদে উঠছে সড়ক পরিবহন আইন

নিজস্ব প্রতিবেদক : মোটরযান বীমা আইন বীমা সংশোধন করে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনী প্রস্তাব পাসের জন্য দ্রুত জাতীয় সংসদে পাঠানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আ জানান, সংশোধনী প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অনতিবিলম্বে মহান জাতীয় সংসদে প্রেরণ করা হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই সকল তথ্য জানান।

আওয়ামী লীগের সংসদ সদস্য শাজাহান খানের প্রশ্নের লিখিত উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনীর প্রস্তাব তৈরি করা হয়। পরে সেই প্রস্তাব সরকারের নিকট পাঠানো হয়।

তিনি জানান, এরপর আন্তঃমন্ত্রণালয় সভায় প্রস্তাব অনুযায়ী আইনের খসড়াটি সংশোধন করা হয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি যাচাই-বাছাই করে খসড়াটি চূড়ান্ত করেছে।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ওই আইনের মোটরযান বীমা সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দণ্ড সংশোধনের প্রস্তাব করা হয়েছে।’

দুই খবরে কেমন হবে রোববারের শেয়ারবাজার

শেয়ারনিউজ, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে