ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

এনআরবি ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৮:০৫:৪৩
এনআরবি ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে এনআরবি ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ারের বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই বরাদ্দ প্রদান করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, এনআরবি ব্যাংক লিঃ এর উপ মহাব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহীন হাওলদারসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শেয়ার বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিএসই’র লিস্টিং ডিপার্টমেন্টের হেড ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য মোট ১০০ কোটি টাকার বিপরীতে ৩৬০ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩.৬১ গুন বেশি।

প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ২৫৫টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীগন ২০৯ টি শেয়ার বরাদ্ধ পেয়েছেন।

হাই-ভোল্টোজ কেপিপিএল, অলিম্পিকি অ্যাক্সেসরিজ,বিডি থাই, সেন্ট্রাল ফার্মার সাপোর্ট কোথায়

শেয়ারনিউজ, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে