ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি আরব ও যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর

২০২৪ ফেব্রুয়ারি ১০ ১০:৩৪:১৪
সৌদি আরব ও যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর

প্রবাস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে সৌদি আরব ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রস্তুতি হাতে নিয়েছে নির্বাচন কমিশন। রোববার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এ কথা জানান সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব প্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী জানান, আগামী ১ অক্টোবর থেকে সৌদি আরব এবং ৯ অক্টোবর থেকে যুক্তরাজ্যে এই নিবন্ধন শুরুর লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। ১৫ দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিন বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আনিসুল হক জানান, গত ৩১ মে সংযুক্ত আরব আমিরাতে এবং ও ১২ জুন দুবাই কনস্যুলেটে পরীক্ষামূলকভাবে এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ৩৩৬ জন প্রবাসীকে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।

তিনি জানান, চার হাজার ৩৫৭ জন প্রবাসী ভোটারের বায়োমেট্রিক নেওয়া হয়েছে এবং এক হাজার ৫৫৯ জন যোগ্য ভোটারের জাতীয় পরিচয়পত্র প্রক্রিয়াধীন রয়েছে। কুয়েত, কাতার ও মালয়েশিয়াতেও ভোটার নিবন্ধন শুরুর প্রস্তাব পাঠানো হয়েছে বলে। তবে এখনও এই তিন দেশের সম্মতি এখনও পাওয়া যায়নি।

(প্রতিবেদনটি প্রথম ফেসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে)

শেয়ারনিউজ, ১০ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে