ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

আশ্রয়প্রার্থীদের সুখবর দিল জার্মানি

২০২৪ ফেব্রুয়ারি ০৯ ১৯:০১:৫৯
আশ্রয়প্রার্থীদের সুখবর দিল জার্মানি

প্রবাস ডেস্ক : চলতি বছরে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের মৌলিক প্রয়োজন মেটাতে ক্রেডিটসহ পেমেন্ট কার্ড চালু করবে জার্মানি। এ বিষয়ে জার্মান প্রেস এজেন্সি ডিপিএ বলেছে, কার্ডগুলি এই গ্রীষ্ম বা শরৎ থেকে কার্যকর হতে পারে৷

জানা গেছে, ১৬টির মধ্যে ১৪টি জার্মান রাজ্যই আশ্রয়প্রার্থী ও উদ্বাস্তুদের জন্য এই প্রি-পেইড কার্ড চালু করবে৷ শুধু বাভেরিয়া ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেকলেনবুর্গ-ফরপোমার্ন বিকল্প স্কিম চালু করছে। এই দুই রাজ্যের নেতারা ভিন্ন পেমেন্ট কার্ড চালুর কথা ভাবছে।

কার্ডগুলি কী ভূমিকা রাখতে পারে এ বিষয়ে জার্মানির থুরিঙ্গিয়া রাজ্য সংসদের এক রাজনীতিবিদের বরাতে স্থানীয় সংবাদপত্র রয়েটলিঙ্গার জেনারেল আনসাইগার জানিয়েছে, পেমেন্ট কার্ডগুলো পাইলট প্রকল্পভিত্তিক হতে পারে৷ কার্ডের প্রবর্তন কোনো কোনো অভিবাসীকে চাকরি খুঁজতে এবং বাকিদের নিজ দেশে ফিরে যেতে অনুপ্রাণিত করেছে বলে দাবি করেছে সংবাদপত্রটি৷

প্রতিবেদনে বলা হয়েছে, কার্ড প্রবর্তনের মাধ্যমে এটিই অর্জন করতে চাইছিল রাজ্যটি৷ পেমেন্ট কার্ডগুলো তৈরির পেছনে একটি প্রধান উদ্দেশ্য হলো, রাষ্ট্র সমর্থিত ব্যক্তিরা এই অর্থ যে কাজে দেয়া হচ্ছে সে কাজে যেন ব্যবহার করেন।

যেমন, তাদের সাপ্তাহিক মুদির দোকানের খরচ কিংবা জার্মানিতে চলার জন্য। বাড়িতে টাকা পাঠানোর জন্য এই কার্ড ব্যবহার করা যাবে না।

শেয়ারনিউজ, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে