ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

তদন্তের খবরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ পুঁজি হাওয়া!

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ২১:৩০:১৩
তদন্তের খবরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ পুঁজি হাওয়া!

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারে গত দুই দিন আগে যারা বিনিয়োগ করেছিলেন, তাদের এখন ২০ শতাংশ পুঁজি হাওয়া হয়ে গেছে। দুই দিন আগে কোম্পানিটির শেয়ারদর উঠেছিল ৫৯ টাকা ৫০ পয়সায়। গত দুই দিন যাবত কোম্পানির শেয়ার ১০ শতাংশ করে কমে আজ ৪৭ টাকা ৩০ পয়সায় ক্রেতাশুন্য থাকে। আগের দিনও কোম্পানিটির শেয়ার ক্রেতাশুন্য থাকে। উভয় দিন শেয়ারটি ডিএসইর পতনের শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে ছিল। বাহারি লেনদেন নিয়ে ছিল শীর্ষ তালিকায়ও।

হাবিবুর রহমান নামের এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে বলেন, খুলনা প্রিন্টিংয়ের শেয়ার খান ব্রার্দাসের মতো ১০০ টাকার ওপরে যাবে-এমন সংবাদে মুনাফার আশায় আমি সর্বোচ্চ দামে শেয়ারটি কিনেছিলাম। গত দুই দিন পর আজ আমার এখন ২০ শতাংশ পুঁজি নেই।

নাসির উদ্দিন নামের আরেক বিনিয়োগকারী বলেন, গত কয়েক মাসে শেয়ারটি ১০ টাকা থেকে ৬০ টাকার কাছাকাছি উঠেছে। এর মধ্যে তিনটি গ্রুপ শেয়ারটি কারসাজির কারসাজিতে যুক্ত হয়েছে। কিন্তু এতোদিন নিয়ন্ত্রক সংস্থা ঘুমিয়ে ছিল। এখন যখনই শেয়ারটির দাম অনেক ওপরে উঠেছে, সাধারণ বিনিয়োগকারীরা কিনতে শুরু করেছে, তখনই সংস্থাটির কর্মকর্তারা ঘুম থেকে ওঠে বিনিয়োগকারীদের নিঃস্ব করার প্রক্রিয়ার নেমেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সোমবার কোম্পানিটি শেয়ার ৫৯ টাকা ৫০ পয়সায় ওঠে যখন লেনদেন হচ্ছিল, তখন ডিএসইর ওয়েবসাইটে কোম্পানির কারখানা বন্ধ থাকার খবর প্রচার করা হয়। তারপর থেকে শেয়ারটির দাম কমতে থাকে।

এরপর গতকাল দিনের প্রথম ভাগেও শেয়ারটি ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়। এদিন শেয়ারটি ৫৭ টাকার ওপরে উঠে। কিন্তু দিনের শেষভাগে ডিএসই-কে শেয়ারটির অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন খতিয়ে দেখার গুঞ্জন ছড়ায় বাজারে। ফলে শেষভাগে শেয়ারটির দামে আচকমকা বড় পতন দেখা যায় এবং শেষ পর্যায়ে শেয়ারটি ক্রেতাশুন্য হয়ে যায়।

আজ বুধবার কয়েকটি নিউজ পোর্টালে শেয়ারটির অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন খতিয়ে দেখতে ডিএসইর তদন্ত কমিটির খবর প্রচার করা হয়। তারপরও শেয়ারটির লেনদেন এক পর্যায়ে ইতিবাচক প্রবণতায় থাকে। কিন্তু দিনশেষে আগের দিনের মতো ক্রেতাশুন্য হয়ে যায়।

শেয়ারনিউজ, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে