ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের কারখানায় তালা

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৬:১২:৩৩
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের কারখানায় তালা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শন দল।

ডিএসই জানিয়েছে, সরেজমিন পরিদর্শনে গিয়ে ডিএসইর পরিদর্শন একটি দল খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কারখানাটি তালাবদ্ধ অবস্থায় পেয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর গত কিছুদিন যাবত অস্বাভাবিকভাবে বাড়ায় ডিএসই কোম্পানিটির কাছে একাধিকবার কারণ জানতে চিঠি পাঠায়। কিন্তু কোম্পানিটি ডিএসইর কোনো চিঠিরও জবাব দেয়নি।

ফলে ডিএসই বাধ্য হয়ে কারখানাটি পরিদর্শনে যায়। পরিদর্শন গিয়ে পরদর্শন দলটি কারখানাটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। এরপর আজ রোববার (০৪ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করতে ডিএসই তা প্রকাশ করে।

গত কয়েক বছর ধরে লোকসানের কারণে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিচ্ছে না খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এছাড়া, গত এক বছরের বেশি সময় ধরে কোম্পানিটির উৎপাদন বন্ধ। অথচ কোম্পানিটির শেয়ার দর ছুটছে লাগামহীনভাবে।

সর্বশেষ গত এক সপ্তাহে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশের বেশি। ২০২৩ সালের ৫ আগস্ট কোম্পানিটির শেয়ারদর ছিল ৮ টাকা ৯০ পয়সা। যা বর্তমানে লেনদেন হচ্ছে ৫১ টাকার ওপরে। শেয়ারটির দামে এমন অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কারসাজি চক্রের ইন্ধন রয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

শেয়ারনিউজ, ০৪ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে