ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

দীর্ঘদিন পর শেয়ারবাজারে ব্যতিক্রম দৃষ্টান্ত

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৫:০৮:১৬
দীর্ঘদিন পর শেয়ারবাজারে ব্যতিক্রম দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা লোকসানের অচলায়তনে আটকে রয়েছে। গত এক বছরে শেয়ারবাজার থেকে মুনাফা তুলতে পেরেছে, এমন বিনিয়েগকারী পাওয়া খুবই দুঃস্কর হবে। তবে লোকসান দিয়ে খালি হাতে বাড়ি ফিরেছে, এমন বিনিয়োগকারী পাওয়া যাবে হাজার হাজার।

বিশেষ করে ফ্লোর প্রাইস তোলার পর গত সপ্তাহে ব্রোকারেজ হাউজগুলো যেভাবে মার্জিন বিনিয়োগকারীদের ওপর নির্দয় হয়েছে, তাতে খালি হাতে বাড়ি ফেরা বিনিয়োগকারীর সংখ্যা অনেক গুণে বেড়েছে। আর যারা কোনোভাবে শেয়ারবাজারে টিকে আছে, তারা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।

এমন অবস্থায় আজ শেয়ারবাজারে দীর্ঘদিন পর বিনিয়োগকারীরা রেকর্ড দৃষ্টান্ত দেখেছে। আজ অন্তত আড়াই ডজন কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। যা গত এক বছরের বেশি সময়ের মধ্যে বিনিয়োগকারীরা দেখেনি। গত এক বছরে ওঠার চেয়ে পতনের পাল্লাই ছিল ভারি। যে কারণে বিনিয়োগকারীদের আনন্দের চেয়ে কান্না ছিল বেশি পরিমাণে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে সব শ্রেণির অংশীজনেরা ফিরতে শুরু করেছে। যার প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। তবে বাজারে বড় ইতিবাচক বাজারেও দুর্বল ও অখ্যাত কোম্পানির শেয়ারের দাপট আরও বেশি করে দেখা যাচ্ছে। সুস্থির ও শক্তিশালী বাজারের জন্য এমন অবস্থা থেকে বিনিয়োগকারীদের বেরিয়ে আসতে হবে।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ৬ হাজার ২১৪ পয়েন্টে। তবে অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ডিএসইএস ১০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৬ পয়েন্টে ।

আজ ডিএসইতে ১ হাজার ১২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৮৭৯ কোটি ৭১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন ৩৯৪টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭১টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৯১টির, কমেছিল ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে