ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

কারসাজি করতেই থাই ফুডের নামমাত্র অন্তর্বর্তী ডিভিডেন্ড!

২০২৪ জানুয়ারি ৩০ ১৬:৫৭:২০
কারসাজি করতেই থাই ফুডের নামমাত্র অন্তর্বর্তী ডিভিডেন্ড!

নিজস্ব প্রতিবেদক : কারসাজি করতেই দুর্বল ব্যবসার বিডি থাই ফুডের পরিচালনা পর্ষদ কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ অন্তর্বর্তীকা ক্যাশ ডিভিন্ড ঘোষণা করেছে। এমনই অভিযোগ করছেন বিনিয়োগকারীরা।

চলতি অর্থবছরের প্রথমার্ধে দুর্বল এই কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ৩১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৭ পয়সা।

কোম্পানিটি ২য় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এই ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অথচ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছিল। ওই বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৭ পয়সা।

অভিযোগ রয়েছে, কোম্পানিটির উদ্যোক্তাদের একটি অংশ শেয়ার কারসাজিতে সর্ম্পৃক্ত রয়েছে। যারা অন্যদেরকে সঙ্গে নিয়ে কারসাজি করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে।

আজ কোম্পানিটির শেয়ার ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের দিন দর বেড়েছিল ১ টাকা ৬০ পয়সা। গত দুই দিনে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ২০ পয়সা বা ১৮.৭৮ শতাংশ।

শেয়ারনিউজ, ৩০ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে