ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে ৮ প্রতিষ্ঠানের দাপট

২০২৪ জানুয়ারি ২৬ ১৯:৪২:২৮
সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে ৮ প্রতিষ্ঠানের দাপট

নিজস্ব প্রতিবদেক : বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ প্রতিষ্ঠান। এগুলো হলো- খান ব্রাদার্স, ইনটেক অনলাইন, আফতাব অটোমোবাইলস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, ফু-ওয়াং ফুড এবং অলিম্পিক এক্সেসরিজে লিমিটেড। এই ৮ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে খান ব্রাদর্সা।

সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির ৪৯.৬২ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির ৫৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৩০.১৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানটির ১৩ কোটি ৮ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইনটেক অনলাইন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৪.২৫ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ প্রতিষ্ঠানটির ৩৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৭ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৫.১৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আফতাব অটোমোবাইলস।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৭.৩০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৪৯ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৯ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৯.১০ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানির ১ কোটি ১৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে মিরাকল ইন্ডাস্ট্রিজ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩.৭০ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৪৮ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৯ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২৬.৪৪ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৬৭ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মা।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২.০৩ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৭২ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১৪ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.০৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ৮৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে খুলনা প্রিন্টিং।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯.৫৪ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৭২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১৪ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনার তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮.৪৬ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ৯১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার অষ্টর্ম স্থানে অবস্থান করছে ফু-ওয়াং ফুড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৬.৯১ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৯৮ কোটি ১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১৯ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে কোম্পানিটি গেইনার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৬.৯১ শতাংশ বেড়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইতে এ কোম্পানিটির ১ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি বা গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করছে অলিম্পিক এক্সেসরিজ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩.৭৩ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানিটির ৫৯ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ১১ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনার তালিকার নবম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৩.০৭ শতাংশ। বিদায়ী সপ্তাহে সিএসইতে কোম্পানিটির ৭১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বোচ্চ রিটার্ন পেয়েছে ‘এ’ গ্রুপের ৯ কোম্পানির বিনিয়োগকারীরা

শেয়ারনিউজ, ২৬ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে