ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজার মুলধন বেড়েছে ৯ খাতে

২০২৪ জানুয়ারি ২২ ২২:০৮:৫৫
বাজার মুলধন বেড়েছে ৯ খাতে

নিজস্ব প্রতিবেদক : আজ দেশের প্রধান শেয়ারবাজার শয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক বাজার মূলধন বেড়েছে ৯ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খাতগুলো হলো- বিবিধ, খাদ্য ও আনুষঙ্গিক, জেনারেল ইন্স্যুরেন্স, সিমেন্ট, কাগজ ও প্রকাশনা, তথ্য প্রযুক্তি, মিউচ্যুয়াল ফান্ড, ভ্রমণ ও অবকাশ এবং পাট খাত।

জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে মূলধন বেড়েছে বিবিধ খাতে। এ খাতে আজ বাজার মূলধন দাঁড়িয়েছে ২৪ হাজার ৮২৬ কোটি ৯০ লাখ টাকা। গত কার্যদিবসে এ খাতে বাজার মূলধন ছিল ২৪ হাজার ৫৭৮ কোটি ৪০ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে এই খাতে বাজার মূলধন বেড়েছে ২৪৮ কোটি ৫০ লাখ টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূলধন বেড়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এ খাতে আজ বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৯ হাজার ৪৮৭ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন এই খাতে বাজার মূলধন ছিল ৩৯ হাজার ২৮৩ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২০৩ কোটি ৭০ লাখ টাকা।

তৃতীয় সর্বোচ্চ বাজার মূলধন বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। এ খাতে আজ বাজার মূলধন দাঁড়িয়েছে ১০ হাজার ৭৩৫ কোটি ২০ লাখ টাকা। আগের দিন এই খাতে বাজার মূলধন ছিল ১০ হাজার ৫৭৯ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৫৫ কোটি ৫০ লাখ টাকা।

অন্য খাতগুলোর মধ্যে- সিমেন্ট খাতে ১০৩ কোটি ৭০ লাখ টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ৬৫ কোটি টাকা, তথ্য প্রযুক্তি খাতে ৬৪ কোটি ৩০ লাখ টাকা, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৫৯ কোটি ২০ লাখ টাকা, ভ্রমণ ও অবকাশ খাতে ১৬ কোটি ৯০ লাখ টাকা এবং পাট খাতে ১৫ কোটি ১০ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে