ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

সক্রিয় হচ্ছে শেয়ারবাজারের অংশীজনেরা

২০২৪ জানুয়ারি ২২ ১৫:২১:০৬
সক্রিয় হচ্ছে শেয়ারবাজারের অংশীজনেরা

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের প্রথম দিন শেয়ারবাজারে বড় ধস নেমেছিল। পতনের চাপে বিনিয়োগকারীরা এদিন দিশেহারা হয়ে পড়েছিল। সবার মুখে ছিল কেবল আতঙ্কের চাপ। ওইদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২১৫ পয়েন্টের বেশি উধাও হয়ে যায়। দিনভর আতঙ্ক ছড়িয়ে শেষবেলায় তা ৯৬ পয়েন্টে স্থির হয়।

তবে একদিন পরই আজ সোমবার (২২ জানুয়ারি) ভিন্ন মেজাজে ফিরেছে দেশের উভয় শেয়ারবাজার। আজ লেনদেনের শুরুতে কিছুটা চাপ থাকলেও কিছুক্ষণ পরই উভয় বাজার বেশ শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়ায়। প্রথম ১০ মিনিট বাজার নেতিবাচক পরিধিতে গড়াগড়ি খেয়ে তারপর সামনে এগুতে থাকে। ২০ মিনিটের মাথায় উভয় বাজার রেডজোন থেকে গ্রীণজোনে প্রবেশ করে। তারপর বাজার আর পেছনে ফিরেনি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় বাজারে সব অংশীজনেরা সক্রিয় হতে শুরু করেছে। আজ বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে আগের দিন যেসব শেয়ারের ক্রেতা খুঁজে পাওয়া যায়নি, আজ সেসব শেয়ারের মধ্যে অনেকগুলোর বিক্রেতা ছিল না। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফিরে আসছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগে যেখানে ফ্লোর প্রাইসের অচলায়তনে ১৫০-১৬০টির বেশি প্রতিষ্ঠান লেনদেন হতো না, আজ সেখানে ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। আগে যেখানে টেনেটুনে লেনদেন ৪০০ কোটি পার করতে পারেনি, আজ সেখানে লেনদেন হাজার কোটি ছাড়িয়েছে।

হাজার কোটি ছাড়ানোর পথে শেয়াবাজারের লেনদেন

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় থাকলে খুব শিগগির বাজারে অনেক ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। তাঁদের মতে, বাজার পজিটিভ আচরণ করলে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদেরও চোখে পড়ার মতো বিনিয়োগ দেখা যাবে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৫৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ডিএসইএস ৬.৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ১০.৪৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮ লাখ টাকা।

বড় আতঙ্কের মধ্যেও শেয়ারবাজারে উত্থানের সুবাতাস

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টির, দর কমেছে ১৪৫টির এবং ৪০টি দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৪১টির, কমেছিল ১৫৮টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ২২ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে