ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

১ লাখ ৩২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

২০২৪ জানুয়ারি ২২ ০৭:৫০:৩১
১ লাখ ৩২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানিটির মোট ৪ লাখ ৯৬ হাজার ৯২৭ শেয়ার ধারণ করছে।

এই পরিচালক কোম্পানির ধারণকৃত শেয়ার থেকে ১ লাখ ৩২ হাজার শেয়ার বিক্রি করবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মাধ্যমে পাবলিক মার্কেটে এ শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ ১৯৮২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ৪৪ কোটি ৪ লাখ টাকা।

কোম্পানিটির মোট ৩৬ লাখ ৬ হাজার ৭৬৮ শেয়ার রয়েছে। ডিএসই’র সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৫.৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৭.৬৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে ০.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৫৬.৬২ শতাংশ শেয়ার রয়েছে।

২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৩ শতাংশ ক্যাশ ও ৩২ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা।

২০২৩ সালের ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭৪ টাকা ৩৯ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে তিন টাকা ১১ পয়সা (ঘাটতি)।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে