ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রি

২০২৪ জানুয়ারি ২২ ০৭:৩৬:০৬
দুই কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার বিক্রি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুই উদ্যেক্তা পরিচালক শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। এরমধ্যে রয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এসএম আশরাফুল আলম ও বারাকা পাওয়ার লিমিটেডের করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এই তথ্য জানা গেছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক আশরাফুল আলম ডিএসইর বিদ্যমান বাজারদরে মোট ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রি করেছেন। এর মধ্যে গত ১৫ ডিসেম্বর ডিএসইতে এক লাখ ও গত ৩১ আগস্ট ২৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।

চলতি ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১ টাকা ৫২ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৪০ পয়সায় (পুনর্মূল্যায়িত), পুনর্মূল্যায়ন ছাড়া যা ২৪৮ টাকা ৮৮ পয়সা।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ। পাশাপাশি কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের জন্য ৯০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা রয়েছে।

বারাকা পাওয়ার

বিদ্যুৎ খাতের কোম্পানিটির করপোরেট পরিচালক ফিউশন হোল্ডিংসের কাছে থাকা ১ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৯২ শেয়ারের মধ্যে ডিএসইর বিদ্যমান বাজারদরে তিন লাখ শেয়ার বিক্রির ঘোষণা করেছে। ডিএসইতে ১৪ জানুয়ারি এ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন তিনি।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বারাকা পাওয়ারের ইপিএস হয়েছে ২২ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ২১ পয়সায়।

সমাপ্ত ২০২৩ অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বারাকা পাওয়ার পর্ষদ। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৬ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সায়।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে