ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লক মার্কেটে ২ খাতের দখলে ৩০.১২ শতাংশ লেনদেন

২০২৪ জানুয়ারি ২১ ১৮:০৭:৩৫
ব্লক মার্কেটে ২ খাতের দখলে ৩০.১২ শতাংশ লেনদেন

নিজস্ব প্রতিবেদক : আজ ২১ জানুয়ারি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির মোট ৩০ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২ খাতের ১৮ কোম্পানির দখলে ৩০.১২ শতাংশ লেনদেন। খাত ২টি হলো- ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্লক মার্কেটে আজ এই দুই খাতের মোট ৯ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন হয়েছে, যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৩০.১২ শতাংশ।

এর মধ্যে ওষুধ ও রসায়ন খাতের ১১ কোম্পানির মোট লেনদেন হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার টাকা।

এই খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্দোবাংলা ফার্মার। এদিন ব্লক মার্কেটে মোট ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৯৪ লাখ টাকা, বিকন ফার্মার ৮৬ লাখ ৭৩ হাজার টাকা, কেয়া কসমেটিকসের ২৯ লাখ টাকা, কহিনুর কেমিক্যালের ২৩ লাখ ৩২ হাজার টাকা, একমি পেস্টিসাইডসের ২১ লাখ ৬৯ হাজার টাকা, জেএমআই সিরিঞ্জের ৭ লাখ ৯৩ হাজার টাকা, সালভো কেমিক্যালের ৭ লাখ ৯৩ হাজার টাকা, নাভানা ফার্মার ৭ লাখ ৩৯ হাজার টাকা এবং সিলভা ফার্মার ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, ব্লক মার্কেটে প্রকৌশল খাতে মোট ৪ কোটি ১৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দেশবন্ধু পলিমারের। আজ ব্লক মার্কেটে এ কোম্পানির মোট ২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলসের।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- কপারটেকের ২০ লাখ ৫০ হাজার টাকার, এসআলম কোল্ড রোল্ড স্টিলের ১২ লাখ ৬৯ হাজার টাকা, আনোয়ার গালভানাইজিংয়ের ১০ লাখ ৬১ হাজার টাকা, কে অ্যান্ড কিউ এর ৯ লাখ ৮০ হাজার টাকা, এপোলো ইস্পাতের ৯ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৭ লাখ ৪৯ হাজার টাকা, সিঙ্গার বিডির ৬ লাখ ১৮ হাজার টাকা, বিএসআরএম স্টিলের ৬ লাখ ১০ হাজার টাকা এবং নাভানা সিএনজির ৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে