ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

প্রিজন ভ্যান থেকে স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী

২০২৪ জানুয়ারি ২১ ১০:৩৩:৫১
প্রিজন ভ্যান থেকে স্বামীকে ছিনিয়ে নিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সিনেমায় দেখা দৃশ্যের মত ঘটনা ঘটিয়ে এক নারী স্কুটি নিয়ে এসে পুলিশের গাড়ি থেকে খুনের মামলায় অভিযুক্ত স্বামীকে ছিনিয়ে নিয়ে পালিয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের মথুরায় এমনই এক কাণ্ড ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিচারাধীন ওই আসামির নাম অনিল। তার বিরুদ্ধে হরিয়ানা ও উত্তরপ্রদেশ- দুই রাজ্যেই ৮টি মামলা চলছে। মথুরা জেলে বন্দি ছিলেন অনিল। আদালতে শুনানি শেষে তাকে আবার মথুরা জেলে নিয়ে যাচ্ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) এবং দুই কনস্টেবল।

মাঝপথে আচমকাই স্কুটি নিয়ে চলে আসে অনিলের স্ত্রী। প্রিজন ভ্যানের সামনে গাড়ি দাঁড় করিয়ে স্বামীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্কুটিতে চেপে পালিয়ে যান।

এই ঘটনায় হুলস্থূল পড়ে যায় মথুরায়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশ্ন উঠছে, তিনজন পুলিশ সদস্য থাকা সত্ত্বেও কীভাবে বন্দিকে ছিনিয়ে নিয়ে গেলেন একজন নারী। পুলিশ সদস্যরা কি বাধা দেয়ার চেষ্টা করেননি? তাহলে কি পুলিশ সদস্যদের সঙ্গেই কোনো যোগসাজশ ছিল?

প্রশ্ন উঠছে, ওই সময়ে সেই রাস্তা ধরেই যে প্রিজন ভ্যানটি আসছে, সেটি কীভাবে খবর পেলেন অনিলের স্ত্রী? শুধু তার স্ত্রীই ছিলেন, নাকি আরও কেউ তাকে সহযোগিতা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গাফিলতির অভিযোগে বন্দির নিরাপত্তায় থাকা তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। অনিল ও তার স্ত্রীর খোঁজে তল্লাশি চলছে।

শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে