ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ার কিনেছে শীর্ষ ৮ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৪ জানুয়ারি ২০ ২০:২২:৪৭
শেয়ার কিনেছে শীর্ষ ৮ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি ছিল- ওরিয়ন ইনফিউশন, সী পার্ল রিসোর্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, দেশবন্ধু পলিমার, বিডি থাই অ্যালুমিনিয়াম, কর্নফুলি ইন্সুরেন্স, বীচ হ্যাচারি, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স এবং পাওয়ার গ্রীড কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এই শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮ কোম্পানির শেয়ার কিনেছে বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ৮ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, সী পার্ল রিসোর্ট, বাংলাদেশ শিফিং কর্পোরেশন, দেশ বন্ধু পলিমার, বিডি থাই অ্যালুমিনিয়াম, কর্নফুলি ইন্সুরেন্স, বিচ হ্যাচারি ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষ স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের সপ্তাহজুড়ে ৪০ লাখ ১ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৬১ লাখ ৭৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫.৮২ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে ছিল সী পার্ল রিসোর্ট। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৩১ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩.৭১ শতাংশ।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ শিফিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮২ লাখ ৯৯ হাজার ৬৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৭৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪.৯১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের ২ কোটি ১ লাখ ৬২ হাজার ৯৯০টি, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৩ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৩৪টি, কর্নফুলি ইন্সুরেন্সের ১ কেটি ৮৮ লাখ ৯০ হাজার ২২০টি, বীচ হ্যাচারির ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ৪১৭টি এবং সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৬২১টি শেয়ার লেনদেন হয়েছে।

বিপরীতে সপ্তাহের ব্যবধানে দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে ১৩.৭৬ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২.৭৭ শতাংশ, কর্নফুলি ইন্সুরেন্সের ১৬.১৫ শতাংশ, বীচ হ্যাচারির ২৩.১৩ শতাংশ এবং সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ২২.০২ শতাংশ।

ফ্লোর প্রাইস প্রত্যাহার সংক্রান্ত টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে এখানে ক্লির্ক করুন

শেয়ারনিউজ, ২০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে