ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

মঙ্গলবার ফ্লোর টপকে তিন কোম্পানির লেনদেন

২০২৪ জানুয়ারি ১৬ ১৬:৫৯:৩৬
মঙ্গলবার ফ্লোর টপকে তিন কোম্পানির লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস টপকে লেনদেন করেছে। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-অ্যাপেক্স ট্যানারী, যমুনা ব্যাংক ও এমজেএল বাংলাদেশ লিমিটেড।

কোম্পানি তিনটির মধ্যে অ্যাপেক্স ট্যানারী ও এমজেএল বাংলাদেশ লেনদেনের শেষ পর্যন্ত ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হয়েছে। তবে যমুনা ব্যাংক লেনদেনের শেষ পর্যায়ে ফের ফ্লোর প্রাইসে এসে স্থান নেয়।

আজ অ্যাপেক্স ট্যানারীর শেয়ার ফ্লোর প্রাইস ৯৯ টাকা ৩০ পয়সা থেকে ১০০ টাকা ২০ পয়সায় ক্লোজিং হয়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বোচ্চ ১০১ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। দিনভর কোম্পানিটির আজ ১৮ হাজার ১৫২টি শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, এমজেএল বাংলাদেশের শেয়ার ফ্লোর প্রাইস ৮৬ টাকা ৭০ পয়সা থেকে ৮৭ টাকা ৭০ পয়সায় ক্লোজিং হয়েছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বোচ্চ ৮৮ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। দিনভর কোম্পানিটির আজ ১ লাখ ৬৫ হাজার ৫২৪টি শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে, ফ্লোর প্রাইসে ফেরা যমুনা ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইস ২০ টাকা ৯০ পয়সা থেকে ২১ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। দিনভর কোম্পানিটির আজ ৫ লাখ ৭ হাজার ৫০৫টি শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার সংগ্রহের কৌশলে বড় বিনিয়োগকারীরা

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে