ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ফ্লোর প্রাইসে আটকে থাকা সত্বেও সর্বোচ্চ লেনদেন

২০২৪ জানুয়ারি ১৫ ২৩:৩৩:০৮
ফ্লোর প্রাইসে আটকে থাকা সত্বেও সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইসে আটকে থাকা সত্বেও গত পৌনে ২ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি পাওয়ারগ্রিডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ডিএসইতে কোম্পানিটির মোট ৬৬ লাখ ৯০ হাজার ৬৪৮টি শেয়ার ২ হাজার ২বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৫ কোটি ৯ লাখ ৭৯ হাজার টাকা।

এর আগে ২০২২ সালের ১ ফেব্রুয়ারি কোম্পানিটির দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে কোম্পানিটির ২৯ লাখ ২২ হাজার ৭২৭টি শেয়ার ২ হাজার ৫০৮বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২০ কোটি ২২ লাখ ৯২ হাজার টাকা।

গত ২০২২ সালের ১০ অক্টোবর থেকেই কোম্পানিটি ফ্লোর প্রাইস ৫২ টাকা ৪০ পয়সায় আটকে রয়েছে।

২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০ হাজার কোটি টাকা ও ৭১২ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা।

বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১ হাজার ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকা।

কোম্পানিটি গত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

এই কোম্পানির ৭১ কোটি ২৭ লাখ ২৬ হাজার ৯৯১টি শেয়ারের মধ্যে ৭৫.০০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬.২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০৬ শতাংশ বিদেশি এবং ৮.৭৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

বেস্ট হোল্ডিংসের আইপিও আবেদন স্থগিত চেয়ে করা রিট খারিজ

শেয়ারনিউজ, ১৫ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে