ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

নতুন অর্থমন্ত্রীকে বিএসইসি চেয়ারম্যানের অভিনন্দন

২০২৪ জানুয়ারি ১৪ ২০:২৯:৫১
নতুন অর্থমন্ত্রীকে বিএসইসি চেয়ারম্যানের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

রোববার (১৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন।

এই সময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম ও কমিশন অধ্যাপক রুমানা ইসলাম।

দেশের শেয়ারবাজারের নানা দিক তুলে ধরতে প্রথম কর্মদিবসেই নতুন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএসইসি চেয়ারম্যান। এই সময় তিনি নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সফলতা কামনা করেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম আশা প্রকাশ করে বলেন, শেয়ারবাজারের উন্নয়নে আওয়ামী লীগ সরকার এরইমধ্যে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এই অবস্থায় আবারও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় দেশের শেয়ারবাজারের প্রভূত উন্নয়ন সাধিত হবে।

আরও পড়ুন-

শেয়ার সংগ্রহের কৌশলে বড় বিনিয়োগকারীরা

শেয়ারনিউজ, ১৪ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে