ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

এসএমই মার্কেটের ২ কোম্পানিকে ডিএসইর সতর্কবার্তা

২০২৪ জানুয়ারি ১০ ১৭:৪৭:৩৩
এসএমই মার্কেটের ২ কোম্পানিকে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের প্রতিষ্ঠান এমকে ফুটওয়্যার ও এগ্রো অর্গানিকা পিএলসির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে এমনটিই জানায় কোম্পানি দুটির কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে পৃথক দুটি নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি দুটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

ডিএসইর এসএমই প্লাটফর্মে গত ১২ ডিসেম্বর এমকে ফুটওয়্যারের শেয়ার দর ছিল ৪২ টাকা। আর গতকাল মঙ্গলবার বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৫৭ টাকা ৮০ পয়সা উন্নীত হয়। অর্থাৎ মাত্র ১৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ৮০ পয়সা।

অপরদিকে, গত ২০ ডিসেম্বর এগ্রো অর্গানিকার শেয়ার দর ছিল ১১ টাকা। আর গতকাল মঙ্গলবার বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৯০ পয়সা উন্নীত হয়। অর্থাৎ মাত্র ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৯০ পয়সা।

কোম্পানি দুটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কতৃপক্ষ।

শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে