ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনেও শেয়ারবাজারের মূলধন বেড়েছে ১৩৪৫ কোটি টাকা

২০২৪ জানুয়ারি ১০ ০৮:০৬:১০
পতনেও শেয়ারবাজারের মূলধন বেড়েছে ১৩৪৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৯ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ারদর কমার চেয়ে বেড়েছে দ্বিগুণ। আগের কর্মদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন শেয়ারবাজারের মূলধন বেড়েছে ১ হাজার ৩৪৫ কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন ডিএসইতে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ১৩ লাখ টাকা।

অপরদিক এদিন শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮৩ হাজার ৮৯৮ কোটি ৮৬ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮২ হাজার ৫৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে, এদিন ডিএসইর সূচক ডিএসইএক্স এক দশমিক ১.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৭.৮১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ০.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০১.৯০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭.৩৭ পয়েন্টে।

শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে