ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

দর সংশোধন এসএমই মার্কেটে

২০২৪ জানুয়ারি ০৯ ১৮:৪৪:৪২
দর সংশোধন এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক : আজ ৯ জানুয়ারি ২ কার্যদিবস উর্ধ্বমুখী থাকার পর দর সংশোধন হয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু বেলা ১১টার পর টানা পতন ঘটে সূচকের। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ৯ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১১.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩০৭.৪৪ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫টি, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

এদিন এসএমইতে ৫০ লাখ ৪৭ হাজার ৮৩৮টি শেয়ার ৮৭ হাজার ৭১৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১১ কোটি ৮৬ লাখ ১৬ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৫৫ লাখ ১৬ হাজার টাকার। সে হিসেবে লেনদেন কমেছে ৮ কোটি ৬৮ লাখ ২৯ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৪ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ১৭ কোটি ৬ লাখ ৬১ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা মাস্টার ফিড এগ্রোর ২০ পযসা বা ১.৬০ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সা।

দর কমার শীর্ষে ছিল ইউসুফ ফ্লাওয়ার। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১৭৯ টাকা ৫০ পয়সা বা ৯.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৬ টাকা ৩০ পয়সা।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অরিজা এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১২ লাখ ৬৮ হাজার ৩৪৫টি শেয়ার ২৫০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা।

শেয়ারনিউজ, ০৯ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে