ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ইভিটেক্স ফ্যাশনের জন্য শেয়ার ইস্যু করবে ইভিন্স টেক্সটাইলস

২০২৪ জানুয়ারি ০৮ ২০:২১:১৫
ইভিটেক্স ফ্যাশনের জন্য শেয়ার ইস্যু করবে ইভিন্স টেক্সটাইলস

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড সহযোগি প্রতিষ্ঠান ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে।

অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে কোম্পানিটি ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডের শেয়ারহোল্ডারদের নামে নতুন শেয়ার ইস্যু করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

জানা গেছে, ইভিন্স টেক্সটাইলস লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে ৭ লাখ ৯২ হাজার সাধারণ শেয়ার ইস্যু করবে। এসব শেয়ারের মোট মূল্য হবে ৭৯ লাখ ২০ হাজার টাকা।

ইভিন্স টেক্সটাইলস লিমিটেড ২০২১ সালে ইভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ বা একীভূত করার সিদ্ধান্ত নেয়। বিধি অনুসারে, কোম্পানিটি এই বিষয়ে বিশেষ সাধারণ সভার মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়ে হাইকোর্টের অনুমতি চেয়ে আবেদন করে।

এরপর গত বছর হাইকোর্ট অনুমতি দিলে কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর করার অনুমতি চেয়ে বিএসইসির কাছে আবেদন জানায়। সোমবার (৮ জানুয়ারি) কমিশন কোম্পানিটিকে এই বিষয়ে সম্মতিপত্র দিয়েছে।

শেয়ারনিউজ, ০৮ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে