ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সাউথবাংলা ব্যাংক ছাড়ছেন জাপার রুহুল আমিন হাওলাদার

২০২৪ জানুয়ারি ০৭ ০৮:১৯:২২
সাউথবাংলা ব্যাংক ছাড়ছেন জাপার রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ছাড়ছেন শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথবাংলা এ্রগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি)।

ব্যাংকটিতে রুহুল আমিন হাওলাদারের থাকা ৩৩ লাখ ৩৩ হাজার শেয়ার বা ০.৪৮ শতাংশ শেয়ার রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রুহুল আমিন হাওলাদারের সমুদয় শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করার অনুমতি দিয়েছে।

রুহুল আমিন হাওলাদারের সমুদয় শেয়ারের বাজার মূল্য হবে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার বেচাকেনা হয়েছে ১০টাকা ৫০ পয়সায়।

সাউথবাংলা ব্যাংকে রুহুল আমিন হাওলাদারের শেয়ারের লক-ইন পিরিয়ড ছিল তিন বছর। যা চলতি বছরের ১০ আগস্ট শেষ হয়েছে।

কিন্তু শেয়ার বিক্রির জন্য রুহুল আমিন হাওলাদারের আবেদনের প্রেক্ষিতে বিএসইসি লক-ইন মেয়াদ শেষ হওয়ার আগে স্পনসর-পরিচালক ব্যতীত ব্যাংকের শেয়ারহোল্ডার হিসাবে তাঁর শেয়ার বিক্রির জন্য অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করেছে। .

বিএসইসি জানায়, শেয়ারগুলি ব্লক মার্কেটে যিনি কিনবেন, তার বিও অ্যাকাউন্টে শেয়ারগুলো বাকি সময় লক-ইন থাকবে। লক-ইন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই শেয়ারগুলিতে কোন মার্জিন ঋণও অনুমোদিত হবে না।

লক-ইন পিরিয়ডের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ঋণের বিপরীতে কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছে লিয়েন, বন্ধক এবং অঙ্গীকারের জন্যও অনুমোদিত হবে না।

উল্লেখ্য, জাপা কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ নির্বাচনী এলাকা থেকে জাপার প্রার্থী হিসাবে লাঙ্গল মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

শেয়ারনিউজ, ০৭ জানুয়ারি ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে