ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

২০২৩ ডিসেম্বর ৩০ ১৭:৫৬:০৯
সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পর্যটক গমনাগমনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞায় বলা হয়েছে, আগামী ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। সেই সঙ্গে দ্বীপের সকল হোটেল ও গেস্ট হাউস বন্ধ থাকবে।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

তিনি জানান, নির্বাচনে যাতে কোন ধরনের সহিংসতা কিংবা নাশকতা না ঘটে সে বিবেচনায় জেলা প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৫ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত সকল পর্যটকদের দ্বীপ ছাড়াতে হবে।

তিনি বলেন, আগামী ৯ জানুয়ারি থেকে যথারীতি জাহাজ চলাচল শুরু হবে। টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে নিয়মিত চলাচল করে ৮ টি জাহাজ।

এদিকে শুধু ৭ জানুয়ারি কক্সবাজার জেলার সকল হোটেল মোটেল গেস্ট হাউসগুলোতে বহিরাগত কেউ অবস্থান করতে পারবে না বলেও জানিয়েছেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে