ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

বছরের শেষ দিনে ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন

২০২৩ ডিসেম্বর ২৯ ১৫:০০:৩১
বছরের শেষ দিনে ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : বছরের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় অঙ্কের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানি দুটি হলো আইপিডিসি ফাইন্যান্স ও সিটি জেনারেল ইনস্যুরেন্স।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে এই দুই কোম্পানির ৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে আইপিডিসির ১৬ কোটি টাকার এবং সিটি জেনারেল ইনস্যুরেন্সের ২৮ কোটি টাকার শেয়ার।

বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আলোচিত দুই বড় বিনিয়োগকারী নিজেদের মধ্যে বড় অঙ্কের এই শেয়ারের হাতবদল করেছেন। বছর শেষে ঋণ সমন্বয়ের চাপ থাকায় এসব বিনিয়োগকারী তাঁদের এক হিসাব থেকে অন্য হিসাবে এসব শেয়ার স্থানান্তরের মাধ্যমে ঋণ সমন্বয় করেছেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ব্লক মার্কেটে সব মিলিয়ে ৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে। ওই লেনদেনের ওপর ভর করে বছরের শেষ কার্যদিবসে ঢাকার বাজারে লেনদেন হয়েছে ৬৬১ কোটি টাকার, ২০ ডিসেম্বরের পর এটিই ডিএসইতে সর্বোচ্চ লেনদেন।

শেয়ারনিউজ, ২৯ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে