ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ডিবিএইচ ফাইন্যান্সের বন্ড অনুমোদন

২০২৩ ডিসেম্বর ২৮ ২০:০৬:৪১
ডিবিএইচ ফাইন্যান্সের বন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতে কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩৫০ কোটি টাকা অভিহিত মূল্যের প্লেসড নন-কনভার্টেবল, রিডেমেবল বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠিত ৮৯৩ তম কমিশন সভায় কোম্পানিটির বন্ড ইস্যুর প্রস্তাবটির অনুমোদন দেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টেবল, রিডেমেবল, ফিক্সড কুপন বেয়ারিং সিনিয়র বন্ড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি দেশের মধ্যম ও নিম্ন-মধ্যম আয়ের লোকদের গৃহনির্মাণ সহায়তা প্রদান করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়াও বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

শেয়ারনিউজ, ২৮ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে