ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের প্রথম সভায় যে সিদ্ধান্ত হলো

২০২৩ ডিসেম্বর ২৮ ০৭:২৫:৫১
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের প্রথম সভায় যে সিদ্ধান্ত হলো

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) আগের পর্ষদ নানা অনিয়ম-অব্যবস্থাপনা, অর্থ লুটপাট, পর্ষদের অযাচিত হস্তক্ষেপের অভিযোগে ভেঙে দেয় নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক একইসঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে। নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

বুধবার (২৭ ডিসেম্বর) নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের ৪৯১তম সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত পরিচালনা পর্ষদের স্বতস্ত্র পরিচালকরা ও অন্যান্য পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন।

পর্ষদের এক পরিচালক নাম প্রকাশ না করে জানান, আজ প্রথম মিটিং হয়েছে। নতুন চেয়ারম্যানকে সবাই স্বাগত জানিয়েছেন। পাশাপাশি পরিচয় পর্বের সঙ্গে বছরের শেষ সময়ে ব্যাংকের কিছু রুটিং কাজ করা হয়েছে।

তিনি বলেন, আগামী সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কীভাবে ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা করা হবে।

এর আগে ২০১৪ সালের ৪ অক্টোবর নানা অনিয়ম ও পর্ষদের পরিচালকদের স্বেচ্ছাচারিতায় আর্থিক অবস্থার অবনতিতে থাকা ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

দীর্ঘ ৯ বছর ধরে ব্যাংকটিতে পর্যবেক্ষক থাকলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং বিভিন্ন সময় অনিয়মকে প্রশ্রয় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শেষ পর্যন্ত ব্যাংকটির মালিকানায় থাকা সিকদার পরিবারের সদস্যদের দ্বন্দ্বে পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক এবং নতুন পর্ষদ গঠন করে।

শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে