ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে চলছে প্রবাসীদের সেবা

২০২৩ ডিসেম্বর ২৬ ২০:৩৮:৫৩
কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে চলছে প্রবাসীদের সেবা

শেয়ারনিউজ ডেস্ক: প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সেবা দ্রুত ও সহজে দেওয়ার লক্ষ্যে কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ।

গত রোববার (২৪ ডিসেম্বর) থেকে এই কনস্যুলার সেবা সপ্তাহ শুরু হয়েছে। যা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দোহার আল হেলাল বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণ নতুনরূপে সাজানো হয়।

এছাড়া, প্রবাসীদের সেবা কার্যক্রমের অগ্রগতি দেখতে দূতাবাস চত্বরে আয়োজিত সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

দূতাবাস জানিয়েছে, যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি আবেদন গ্রহণ, পাসপোর্ট আবেদন ও বিতরণ কার্যক্রম, আইনি সহায়তা ও পরামর্শ দান, ডিটেনশন সেন্টার ও অসুস্থ প্রবাসীদের দেখতে হাসপাতাল পরিদর্শন ও কারাবন্দি বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ— এসব সেবা দেবে দূতাবাস।

এই সময় বিপুলসংখ্যক সেবা প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২৬ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে