ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সারা দেশে ১০ হাজার ৩০০ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত

২০২৩ ডিসেম্বর ২৬ ১৬:৫৫:৩৮
সারা দেশে ১০ হাজার ৩০০ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ১০ হাজার ৩০০ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করে নির্বাচন কমিশনে (ইসি) তালিকা পাঠিয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রের তালিকা পাঠানো হয়।

জানা যায়, দেশের বিভিন্ন স্থানের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য বিষয় বিবেচনা করে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের এই তালিকা তৈরি করা হয়। এসব কেন্দ্রের নিরাপত্তায় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের ক্ষেত্রে ১৬ সদস্যের একটি নিরাপত্তা দল পাহারা দেবে। এ ক্ষেত্রে অস্ত্রধারী পুলিশ সদস্য সংখ্যা তিন জনের পরিবর্তে চার জন হবে।

এবারের নির্বাচনে ১ হাজার ৮০০’র বেশি প্রার্থী ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে সহিংসতার ঘটনায় এরই মধ্যে অন্তত দুই জন নিহত হয়েছে। এবার সারা দেশে ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৯টি।

শেয়ারনিউজ, ২৬ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে