ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

স্পেনে জালালাবাদ এসোসিয়েশন-এর বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

২০২৩ ডিসেম্বর ২৫ ১৮:৫৯:৫৮
স্পেনে জালালাবাদ এসোসিয়েশন-এর বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

নিজস্ব প্রতিবেদক : স্পেনের রাজধানী মাদ্রিদে বসবাসরত সিলেট বিভাগের প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইন স্পেন- এর উদ্যোগে বৃহত্তর সিলেটবাসীদের নিয়ে মহান বিজয় দিবস ও সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান পালণ করা হয়।

গত রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলাদেশ এসোসিয়েশন এর হলরুমে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে জালালাবাদ এসোসিয়েশন স্পেনের আয়োজনে উদযাপিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠন এর আহবায়ক আব্দুল কাইয়ুম সেলিম এবং সঞ্চালনা করেন আহবায়ক কমিটির সদস্য সচিব রমিজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবিণ কমিউনিটি ব্যাক্তিত্ব সোহেল আহমদ সামছু, হাবীব আলী, আহমেদ আসাদুর রাহমান সাদ, এমদাদুল হক , সাইফুর রহমান লিটন ,রিপন আহমদ , মাকসুদ উল্লাহ খোকন , আব্দুল মতিন, শুক্কুর আলী, শাহীন আহমদ , আব্দুর রহমান, আব্দুল আজিজ, সামছুল ইসলাম , ছমির উদ্দিন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এমাল হোসেন। পরিশেষে আহবায়ক আব্দুল কাইয়ুম সেলিম ও সদস্য সচিব রমিজ উদ্দিন আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আবদুল কাইয়ুম বলেন খুব শীঘ্রই বৃহত্তর সিলেটের সবাইকে নিয়ে জালালাবাদ এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে বৃহত্তর সিলেট বাসীর সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি আল মামুন জালালাবাদ এসোসিয়েশন এর অতীত ইতিহাস তুলে ধরেন এবং সবাইকে জালালাবাদ এসোসিয়েশনে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে