ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

কপাল পুড়ল ফিরোজ-বাবলা-রত্না আমিনের

২০২৩ ডিসেম্বর ১৭ ২২:৪৩:৪৫
কপাল পুড়ল ফিরোজ-বাবলা-রত্না আমিনের

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার খেলায় ছিটকে গেলেন জাতীয় পার্টির দুই কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও প্রেসিডিয়াম সদস্য রত্না আমিন হাওলাদার এমপি।

জাপার এই তিনজনই ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ছাড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তারা সমঝোতার আসন পেতে শেষ পর্যন্ত লবিং তদবির চালিয়ে যান। কিন্তু আওয়ামী লীগ যে সব আসনের প্রার্থীদের সরিয়ে নিয়েছে সেই তালিকায় নেই তারা কেউই।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বিগত ২টি নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। এবার ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে সাবেক মেয়র সাঈদ খোকনকে। সমঝোতার আসন না পাওয়ায় শেষ মুহূর্তে এসে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কাজী ফিরোজ রশীদ। আরেক কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ঢাকা-৪ আসন থেকে বিগত দুটি নির্বাচনে বিজয়ী হন। এবার আর সেই সুযোগ পেলেন না। আওয়ামী লীগ আসনটিতে সাবেক এমপি সানজীদা ইসলামকে মনোনয়ন দিয়েছেন। সমঝোতায় আসন না পেলেও লাঙল প্রতীক নিয়ে লড়তে যাচ্ছেন বলে জানা গেছে।

আর বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে দুই বারের সংসদ সদস্য জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী রত্না আমিনেরও কপাল পুড়েছে। ২০১৪ সালে স্বামী-স্ত্রী দু’জনেই পৃথক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

২০১৮ সালে এসে শুধু রত্না আমিন নির্বাচিত হন। এবার স্ত্রীর আসন ছাড় না দিলেও স্বামী এবিএম রুহুল আমিন হাওলাদার পেয়েছেন পটুয়াখালী-১ আসন।

ছিটকে গেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাও। বিগত ২টি সংসদে নির্বাচিত হন আওয়ামী লীগবিহীন নির্বাচনী মাঠে। এবার আর তার আসনটি ছাড় দেয়নি আওয়ামী লীগ।

শেয়ারনিউজ, ১৭ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে